কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা,

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিজয় দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চিত্রাঙ্কন কার্যক্রম। চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক নানা বিষয়সহ বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি ও প্রকৃতিকে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি-এর উদ্যোগে পরিচালিত ক্যালগেরির বাংলা স্কুলের আয়োজনে বাংলাদেশ সেন্টারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একই সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বিশিষ্ট চিত্রাঙ্কন শিল্পী জেরিন তাজ-এর জেরিন’স আর্ট স্টুডিও এর তত্ত্বাবধায়নে প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, আইটি সচিব তাইপুর ইসলাম, যুব সম্পাদিকা সুবর্ণা খন্দকারসহ অভিভাবকবৃন্দ ও ক্যালগেরি'র সুধীজনেরা।

এসব সৃজনশীল কার্যক্রমে কোমলমতি শিশুদের মাঝে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, দেশের সংস্কৃতি ও দেশকে জানার আনন্দ ও সৃজনশীলতার প্রাণবন্ত প্রকাশ।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক নয়, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews