মাইক্রোসফট আরও জানিয়েছে, বছরের শেষটা জুড়ে প্রতি মাসে নতুন গেইম পাস ছাড়বে তারা। এর মধ্যে থাকবে পিসি কৌশল সিরিজ ‘এজ অফ এম্পায়ারস ফোর’ এবং রেসিং গেইম ‘ফোরজা হরাইজন ৫’।

এ বছরের ছুটির মৌসুমেই আসছে মাইক্রোসফটের অন্যতম বড় মাপের গেইম ‘হেলো ইনফিনিটি’। করোনাভাইরাস মহামারীর কারণে ডেভেলপাররা ঘরে আটকে পড়ায় গেইমটি আনতে দেরি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

এ ছাড়াও দুটি বড় বাজেটের গেইমের ঘোষণাও দিয়েছে মাইক্রোসফট। এর একটি হলো রোল প্লেয়িং গেইম ‘স্টারফিল্ড’, আর অন্যটি ভ্যাম্পায়ার থিমের শুটিং গেইম ‘রেডফল’। স্টারফিল্ড আসার কথা রয়েছে ২০২২ সালের নভেম্বরের ১১ তারিখে, আর রেডফল আসবে আগামী গ্রীষ্মে।

গত বছরের নভেম্বরে সনি এবং মাইক্রোসফট নিজ নিজ পরবর্তী প্রজন্মের গেইমিং ডিভাইস নিয়ে এসেছে গেইমারদের জন্য। মহামারীতে ঘরে আটকে পড়া বহু মানুষ সময় কাটাতে এ সময়টিতে গেইমকে বেছে নিয়েছিলেন।

গড়পড়তা খেলোয়াড়দের আকর্ষিত করতে নিজস্ব ক্লাউড গেইমিং সেবা তৈরি করছে মাইক্রোসফট। এ ছাড়াও নিজেদের গেইমিং ডিভাইস আনার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews