বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদপ্তরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন (ড্যাব) অব বাংলাদেশ (ড্যাব) এবং জামায়াতপন্থী সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন চিকিৎসক আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯টার দিকে অধিদপ্তরের সামনের সিঁড়িতে অবস্থান নেন জামায়াতপন্থী চিকিৎসকরা। সকাল ১০টার দিকে অধিদপ্তরে আসেন ড্যাবপন্থী চিকিৎসকরা। তাদের পেছনেই রড, লাঠিসোঠা নিয়ে কয়েকজন বহিরাগত ছিলেন।

এসময় ড্যাবের চিকিৎসকেরা এনডিএফের চিকিৎসকদের জায়গাটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এর মধ্যেই বহিরাগতরা ৬ থেকে ৭ জন এনডিএফের কয়েকজন চিকিৎসকদের ওপর হামলা করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. ইমরানসহ অন্তত তিনজন আহত হন। এর মধ্যে ডা. ইমরানের বুকে, মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। আহত অন্য দুই চিকিৎসকের মধ্যে একজন, বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ। তবে আরেক আহত ডা. আরিফের বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

হামলার প্রতিবাদে পরে অধিদপ্তরের বিভিন্ন ফ্লোরে বিক্ষোভ মিছিল করেন এনডিএফের চিকিৎসকেরা। এ সময় ‘বহিরাগত দিয়ে চিকিৎসকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এনডিএফের স্বাস্থ্য অধিদপ্তর শাখার ফোকাল পারসন ডা. আব্দুল কাদির নোমান বলেন, আমাদের ওপর কেন হামলা হলো? আমরা বিশ্বাস করি হামলাকারীরা কোনো চিকিৎসক নন। ড্যাবের একটা অংশ বহিরাগতদের ভাড়া করে এনে হামলা করেছেন। হামলার ভিডিও ফুটেজ আছে, অধিদপ্তরের সিসি টিভি ফুটেজ আছে। অধিদপ্তরের প্রশাসকদের হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নতুবা আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

ড্যাবের স্বাস্থ্য অধিদপ্তর শাখার সভাপতি ডা. ফারুক হোসেন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচির জায়গা জামায়াতপ্রন্থী চিকিৎসকরা দখল করেন। এমনকি আমাদের টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তারপরও আমরা কিছু বলিনি। বরং মহাপরিচালক আমাদের কর্মসূচি স্থগিত করার কথা বলেছেন, আমরা করেছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews