মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রুমন প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন থানায় আছেন। হেনস্তার শিকার নারীকেও থানায় ডাকা হয়েছে। এখন ওই নারী যদি আইনি ব্যবস্থা নেন, সেই অনুযায়ী পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। ওই নারী আসার পর হেফাজতে নেওয়া ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।