ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর কর্মজীবীরা আবারও রাজধানী ঢাকায় ফিরছেন। আজ, শনিবার, পর্যন্ত ঈদের ছুটি থাকলেও আগামীকাল থেকে সরকারি ও বেসরকারি অফিসগুলো খুলে যাবে। ফলে, আগামীকাল থেকে আবারও ঢাকার কর্মস্থলগুলো জমজমাট হয়ে উঠবে। যে মানুষগুলো ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরেছিলেন, এখন তারা কর্মের তাগিদে রাজধানীতে ফিরছেন।

দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ ঈদ উদযাপন শেষে পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন।এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে, যা অতীতের তুলনায় অনেক বেশি। বিশেষ করে গণপরিবহন এবং ব্যক্তিগত যানবাহন, বিশেষত মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকায় ফিরতে ট্রেন, বাস, লঞ্চসহ সকল মাধ্যমেই যাত্রীদের চাপ লক্ষ করা যাচ্ছে।

একই চিত্র লঞ্চ ঘাটেও দেখা যাচ্ছে। সকালে লঞ্চঘাটগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা লঞ্চে ভিড় করছেন। এদিকে, এক্সপ্রেসওয়েতে যানজটের কারণে গাড়ির চলাচল কিছুটা ধীরগতিতে চলছে। 

এই সময় ঢাকা শহরের অধিকাংশ রেস্তোরাঁ, শপিং মল ও কমিউনিটি সেন্টারগুলোও খুলে যাবে। ঈদের ছুটির পর এই সমস্ত স্থানগুলোও কর্মব্যস্ত হয়ে উঠবে। বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সময় ঢাকা শহরের একাধিক বাস স্টেশন ও ট্রেন স্টেশনে অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কর্মব্যস্ততা ফিরিয়ে আনার এই মুহূর্তে অনেকেই অফিসে ফিরতে মেট্রোরেল ব্যবহারেরও পরিকল্পনা করছেন।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে মানুষ এখন ব্যস্ত। এই চিত্র শুধুমাত্র এক্সপ্রেসওয়েতেই নয়, ট্রেন ও লঞ্চ ঘাটেও একইভাবে দেখা যাচ্ছে।



সূত্র:https://tinyurl.com/4mzs388b
https://tinyurl.com/23unzkyu



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews