ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার আগে এ নিয়ে বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলার জিতেছেন একজন জুয়াড়ি। বাংলাদেশের মুদ্রায় যা ৫ কোটি ৩২ লাখ টাকার বেশি। এ ঘটনার পর প্রশ্ন উঠেছে—ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের আগে এ নিয়ে আগে থেকে কেউ জানতেন কি না।
বাজিটি ধরা হয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম পলিমার্কেটে। সেখানে প্রচলিত মুদ্রা নয়, বরং বাজির অর্থের লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সিতে। প্ল্যাটফর্মটিতে বাজি ধরা হয়েছিল—জানুয়ারির শেষ নাগাদ মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে তুলে নেওয়ার খবর নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগে বাজির অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়।