ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তর গাজা উপত্যকার ১৪টি এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে সতর্কতা জারি করেছে। এর মধ্যে বেইত লাহিয়া ও জাবালিয়ার কিছু অংশও রয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী আরবি ভাষায় এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনগুলো এসব এলাকায় তাদের কার্যকলাপ ও অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে ইসরাইলি বাহিনী সেখানে তীব্র শক্তি প্রয়োগ করে অভিযান চালাচ্ছে।’

বুধবার সন্ধ্যায় উত্তর গাজার জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এটা ছিল ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলার প্রতিশোধ।

সূত্র : এএফপি/বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews