বলিউড বাদশা শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে ভক্তদের যেন উন্মাদনার শেষ নেই। সিনেমাটি নিয়ে প্রায়শই চাউর হয় নতুন নতুন তথ্য। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শাহরুখের নতুন লুক রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভক্তদের মাঝে। অনেকে ধারণা করছেন, নতুন সিনেমায় এমন লুকেই আসবেন শাহরুখ। এমন উচ্ছ্বাসে মধ্যেই কিছুটা হলেও যেন অস্বস্তিতে পরেছেন টিম 'কিং'। কেননা এবার এলো এক দুঃসংবাদ।


ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং সেটে স্টান্ট করার সময় আহত হয়েছেন স্লো মোশান খ্যাত কোরিওগ্রাফার এবং বলিউড অভিনেতা রাঘব জুয়েল। জানা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় বেশ চোট পেয়েছেন তিনি। অবস্থা এতই গুরুতর ছিল যে, দ্রুতই ডাক্তারকে ডেকে আনা হয় শুটিং স্পটে।
বলিউডের বিশ্বস্ত সূত্রের খবর, ‘কিং’ ছবিতে এক তুখোড় অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ‘স্টান্ট’ করতে হতো রাঘবকে। আর সেটা করতে গিয়েই বাঁধে বিপত্তি। ফলে মারাত্মক যন্ত্রণায় কাতরাতে হয় রাঘব জুয়েলকে।

তবে আশাজাগানিয়া বিষয় হলো পায়ে চোট নিয়েই স্টান্ট করে সেটে সকলকে হতবাক করে দিয়েছেন রাঘব। এবারই অবশ্য প্রথম নয়। রাঘব বরাবরই কাজের প্রতি ব্যাপক নিষ্ঠাবান। কাজ নিয়ে কতটা সিরিয়াস তিনি, সেটা ‘কিল’ সিনেমাতেই বুঝিয়ে দিয়েছেন। ‘কিং’-এর শুটেও তার মনের জোরের পরিচয় দিয়েছেন।

প্রসঙ্গত, 'কিং' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাঘব। এছাড়াও বহুল প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তারকাদের দেখা যাবে বলে জানা গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews