ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সই করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

যদিও তারা কোথা থেকে এ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তা জানা যায়নি। কোটা সংস্কারে বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের আন্দোলনের পর গা ঢাকা দিয়েছেন ছাত্রলীগের এ দুই নেতা। তারা কোথায় আছেন, এ ব্যাপারে কেউ কোনো তথ্য জানেন না।

তবে সংগঠন সূত্রে জানা গেছে, আত্মগোপনে থেকেই বাংলাদেশ ছাত্রলীগ নামের হোয়াসঅ্যাপ গ্রুপে বিবৃতি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২,২০২৪
এসকে/এমজে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews