চট্টগ্রাম: নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



রোববার (৪ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস কমিশনার, চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক নিরাপত্তা, বন্দর সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।









২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ কনটেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়েটস লিমিটেডের সরবরাহ করা উন্নতমানের ফিক্সড স্ক্যানারটি চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হচ্ছিলো। স্ক্যানারটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার কারণে অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

বন্দরের কর্মকর্তারা জানান, রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানিং সিস্টেম চালু রাখার জন্য একটি কার্যকর সমাধান দ্রুত প্রয়োজন ছিল। এই লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজে আগের ঠিকাদারকে সাময়িকভাবে পুনঃনিয়োজিত করে। চট্টগ্রাম বন্দরের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্দরের সুনাম অক্ষুণ্ন রাখতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ৪, ২০২৫

এআর/পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews