গত ১৭ ডিসেম্বর ফেডারেশন কাপে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল ফর্টিস এফসি। ভ্যালেরিউ তিতার দলকে আজও জিততে দেননি এক সময়ে জাতীয় দলে খেলা এই মিডফিল্ডার। এগিয়ে থাকা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিস। তপু বর্মণের গোলকে নিস্ফল করেছেন আব্দুল্লাহ।
কিংস অ্যারেনাতে স্বাগতিকরা এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। ম্যাচের ১১ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নরা লিড নেন তপুর গোলে। মিগেলের কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তিনি।
২৮ মিনিটে সুযোগ আসে ফর্টিসের সামনে। ডান দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়া পিয়াস আহমেদের শট ইসায়া এজের গায়ের লেগে হাওয়ায় ভেসে গোলমুখে চলে যায়। সেখানে পা ওমর সার হেড করলেও তা তপুর গায়ে লেগে পোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়।
একটু পরেই মিগেলকে ফাউল করাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে জড়ান। দুই দলের কোচিং স্টাফ এসে পরিস্থিতি শান্ত করে।
বিরতির পর আব্দুল্লাহ বদলি হয়ে মাঠে নামেন। ৬৩ মিনিটে সমতায় ফেরে ফর্টিস। বদলি নেমে দুরূহ কোণ থেকে তৃতীয় প্রচেষ্টায় দূরের পোস্টে বল জালে পাঠান জাতীয় দলের সাবেক মিডফিল্ডার।
৮০ মিনিটে ফ্লেয়ারের ধোঁয়াতে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ফর্টিসের গোলপোস্টের সামনে এই ঘটনা ঘটে।
যোগ করা সময়ে মোহাম্মদ সোহেল রানার দারুণ এক শট ক্রসবার কাঁপালেও গোল হয়নি। জয়ও পা্ওয়া হয়নি কিংসের।
কিংস ৮ ম্যাচে চার জয় ও দ্বিতীয় ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিস এফসি পঞ্চম ড্রতে ৮ পয়েন্টে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে।