অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’তে চ্যাটজিপিটিসহ অ্যাপল ইন্টেলিজেন্স–সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে টেক্সটের মাধ্যমে সিরি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তাৎক্ষণিক বিবৃতিও পরিবর্তন করা যাবে। বিভিন্ন অ্যাপেও সিরি ব্যবহার করা যাবে, যেমন অ্যাপল নিউজ থেকে কোনো নিবন্ধ কপি করে কোনো গ্রুপ মেসেজে সেটি সিরির মাধ্যমে পাঠানো যাবে।