জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। হুট করেই নিখোঁজ হয়েছে তার বউ। এর জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। রাস্তায় রাস্তায় করেছে মাইকিং। এমনকি বউয়ের ছবিসহ পোস্টারও লাগিয়েছেন। তবে এতে কোনো কাজ হচ্ছে না। কোনো সুরাহা করতে পারছে না পুলিশও। একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে। কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানি, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ।

নিখোঁজ বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায় তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আসলে ঘটনাটি বাস্তবে নয় নাটকে।

নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না।

ওটিটি প্লাটফরম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে রাশেদ সীমান্তের বিপরীতে অভিনয় করেছেন অহনা রহমান।

 নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম। কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই। যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায় তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই দেখানো হয়েছে এ নাটকে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews