ফেডারেশন কাপে ফাইনালে উঠার লড়াইয়ে ঐতিহ্যবাহী আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। ৮ এপ্রিল ম্যাচের আগে তিতার দলে চোট হানা দিয়েছে। এ নিয়ে কোচসহ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা কম নয়।

দলে বড় সমস্যা রক্ষণভাগ নিয়ে। আগে থেকে নেই বিশ্বনাথ ঘোষ। তপু বর্মণ শিলংয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যাথা পেয়েছেন। আর সবশেষ ফিনল্যান্ডে বড় হওয়া তারিক কাজীর ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে কলার বোন ভেঙে গেছে।

এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনো দেশ থেকে ফিরেননি। নবজাতকের পাশে আছেন। গুঞ্জন আছে এই মৌসুমে আর তাকে ঢাকায় দেখা যাবে না।সমঝোতার মাধ্যমে ভারতের ইস্ট বেঙ্গলে নাম লেখাতে যাচ্ছেন!

এছাড়া আর্জেন্টিনা থেকে আসা নতুন স্ট্রাইকার লেসকানো চোটে পড়েছেন। এখন খেলবেন কিনা সংশয় আছে। 

দলের এই অবস্থায় কোচ তিতে হতাশ কণ্ঠে বলেছেন, 'কী আর বলবো! আমার কোচিং ক্যারিয়ারে এই প্রথম এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমার বলার মতো উত্তরও নেই। সত্যি বলতে অনেক সমস্যা।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews