গাজায় ইসরায়েলি হামলা চলতে থাকায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে রেড ক্রসের মুখপাত্র হিশাম মেহান্না আল জাজিরাকে বলেন, “১৮ মার্চ থেকে যুদ্ধ আবার শুরু হওয়ার পর, এক সপ্তাহও এমন যায়নি যেদিন কোনো হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার বা নার্স হামলার শিকার হয়নি।”

তিনি জানান, চিকিৎসাকর্মীরা সব সময় হামলার ঝুঁকিতে থাকেন। আহত ও নিহত মানুষের সংখ্যা এত বেশি যে তারা ঠিকমতো সামলাতে পারছেন না।

রেড ক্রসের রাফাহ ফিল্ড হাসপাতাল মাত্র ৬০ জন রোগী রাখার ব্যবস্থা রয়েছে। কিন্তু গত এক মাস ধরে সেখানে অনেক বেশি আহত মানুষ আসছেন।

অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, যারা রাফাহর ত্রাণ বিতরণের জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান মেহান্না।

তিনি আরও বলেন, “প্রতিদিনই এই হাসপাতাল তার ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী নিতে বাধ্য হচ্ছে। আমাদের সরঞ্জাম ও ওষুধ খুব কম এবং সাহায্য ঢুকতে না পারায় পরিস্থিতি আরও খারাপ।”

রাফাহর এই হাসপাতালটিই এখন একমাত্র পুরোপুরি চালু আছে এবং এটি গাজার সবচেয়ে ভালো হাসপাতালগুলোর একটি।

এই পরিস্থিতি দেখেই বোঝা যায়, গাজায় স্বাস্থ্য ব্যবস্থা কতটা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews