গাজীপুর মহানগরীর হায়দরাবাদ মোল্লাবাড়ি ভাইবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীরর ৩৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেছেন।
খেলাটির উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমান। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তিবিষয়ক কর্মকর্তা নূরুজ্জামান মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান মৃধা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে হবে। এতে করে তাদের মানসিক বিকাশ ঘটবে।
উদ্বোধনী বক্তব্যে আতাউর রহমান বলেন, তরুণদের শৈশব থেকেই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি দেশপ্রেম তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র মেরামতে মুখ্য ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সফলতা দেখিয়ে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে।
খেলায় পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রুহুল আমিন, সমাজসেবক কামরুজ্জামান রতন, আলমগীর হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক জুলহাস মিয়া, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সমাজসেবক রশিদ মোল্লা প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।