এই উদ্যোগকে ‘সময়োপযোগী’ আখ্যা দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ জানান, ইসলামি শরীয়াহ্‌র আলোকে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক এ বিনিয়োগ ব্যবস্থার বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
যোগাযোগ করলে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম আজ শনিবার প্রথম আলোকে জানান, গৃহ নির্মাণে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগে, এ ক্ষেত্রেও তা-ই লাগবে। বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ৮০ টাকা পেতে গেলে ২০ টাকা নিজের থাকতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews