পশু কোরবানিতে ব্যস্ত থাকায় ঈদের দিন মানুষের খুব একটা ঘুরতে বের হওয়া হয়নি। তবে ঈদের পরেরদিন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেখা গেছে বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। দিনের পাশাপাশি রাতেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা।

সোমবার (৯ জুন) নবীনগর উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে এসব চিত্র দেখা গেছে। 

উপজেলার শিবপুর রাধিকা সড়কের পাশে কাশবন ও মিনি পার্ক, স্বপ্ন ছোঁয়া পার্ক, আলমনগর পার্ক, মনতলী সেতু এলাকা, রসুলপুর মিনি পার্ক, ধারাভাঙা এমপি টিলায় নানা বয়সী মানুষের আগমনে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে। এসব দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উপজেলার বাঙ্গরা থেকে শিবপুর-রাধিকা সড়কে ঘুরতে এসেছেন আলফে সানী। তিনি জনকন্ঠ প্রতিবেদককে বলেন, বাচ্চারা অনেক দিন ধরে আবদার করছে ঘুরতে আসবে। ওদের বলছি ঈদের পরে নিয়ে যাবো। তাই আজ নিয়ে এলাম। এখানে নানা রকম রাইডগুলো দেখে ওরা খুব খুশি।

স্বপ্ন ছোঁয়া পার্কে মায়ের সঙ্গে ঘুরতে আসা ছোট্ট রামিশা খুব খুশি। তবে গরমে কষ্ট হচ্ছে তার। অনেক বড় জায়গায় হেঁটে বেড়াতেও কষ্ট হচ্ছে মাহিনের। সে বলে, ‘আমি এখানে অনেক ভাল লাগতেছে।

কয়েকটি পার্ক কর্তৃপক্ষ বলেন, ঈদের দিন তেমন দর্শনার্থী আসেনি, তবে ঈদের পরের দিন থেকে অনেক দর্শনার্থী এসেছে। তবে সেটা ঈদুল ফিতরের তুলনায় তুলনামূলক কম। তারা আশা করছেন আগামীকাল থেকে হয়তো আরও বেশি দর্শনার্থী আসবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews