২০২৩ এশিয়া কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। মাঝের এই সময়ে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন মোহাম্মদ নাঈম। ঐচ্ছিক অনুশীলনও বাদ দেননি। ভুলগুলো টুকে রেখে শুধরে নিয়েছেন। চেষ্টা করেছেন, সফলও হয়েছেন। এনসিএল টি ২০ ও বিপিএলে সর্বোচ্চ এবং ডিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান। জাতীয় দলের

বাইরে থাকার এই সময়ে কীভাবে প্রস্তুত করেছেন নিজেকে, এখন কতটা আত্মবিশ্বাসী তিনি, তার ভবিষৎ পরিকল্পনাইবা কী, কাল শ্রীলংকায় উড়াল দেওয়ার আগে যুগান্তরকে সেই গল্প শুনিয়েছেন নাঈম-

প্রশ্ন : দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন, এবার ওয়ানডেতে সুযোগ কাজে লাগাতে কতটা আত্মবিশ্বাসী আপনি?

মোহাম্মদ নাঈম : লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছি। আমি আত্মবিশ্বাসী। রোমাঞ্চিত। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন : সিলেটে এনসিএল, টি ২০ এবং বিপিএলে সর্বোচ্চ রান করেছেন। ডিপিএলে তৃতীয় সর্বোচ্চ। এই সাফল্য কীভাবে এলো?

নাঈম : দেখুন, মানুষ আমাকে নিয়ে যে অভিযোগ করে, আমার ফুটওয়ার্ক ভালো না, পাওয়ার হিটিং ভালো না, হাতে শট নেই-সব অভিযোগ টুকে রেখেছি। আমার কী করা উচিত, তা ভেবেছি। কোন কোন জায়গায় উন্নতি করা দরকার, খুঁজে বের করার চেষ্টা করেছি। পরিশ্রম করেছি। যে ইভেন্টগুলোর কথা বললেন, এই কারণেই ভালো করতে পেরেছি। ঠিক হয়েছে কি না তা জানার জন্য ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। দুই-তিন বছরে যা কিছু ঘাটতি, চেষ্টা করেছি সেসব ঠিক করতে। এ কারণেই সাফল্য।

প্রশ্ন : দলে ফিরতে হবে, ভালো খেলতে হবে, এই অনুপ্রেরণার উৎস কী?

নাঈম : জাতীয় দলে খেলতে চাইলে অনুপ্রেরণা নিজে থেকে চলে আসে। যখন আপনি জাতীয় দল থেকে বাদ পড়বেন এবং এরপর ফেরার চেষ্টা করবেন, তখন সেভাবেই প্রস্তুত হতে হবে। ২০২৫ ও ২০৩০ সালের ক্রিকেট এক নয়। নতুন প্রযুক্তি আসছে। খেলার উন্নতি হচ্ছে। পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। নতুন নিয়মে মানিয়ে নিতে হবে। কত প্রযুক্তি এখন ক্রিকেটে, এখন নিজের দুর্বল জায়গা খুঁজে বের করা সহজ। এসব নিয়ে কাজ করেছি।

প্রশ্ন : পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাসদের মাঝে একাদশে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা?

নাঈম : শ্রীলংকার কন্ডিশন বা অবস্থা কেমন হবে, জানি না। আমি প্রস্তুত। ওপেনার হিসাবে আমাকে সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিজেকে প্রস্তুত রাখতে হবে এটা ভেবে যে, ‘আমি কাল ম্যাচ খেলব।’ বাকিটা অনুশীলন করলে বুঝতে পারব। তবে এখন আমি শতভাগ প্রত্যাশা রাখি খেলার। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন : ওয়ানডেতে সুযোগ পেয়েছেন। টি ২০তেও ভালো করছিলেন। টি ২০ দলে থাকার সুযোগ কি ওয়ানডে খেলেই লুফে নিতে চান?

নাঈম : সত্যি বলতে, টি ২০ নিয়ে আপাতত তেমন কিছু ভাবিনি। ওয়ানডেতে সুযোগ এসেছে, এখানে সর্বোচ্চটা দেওয়া মূল লক্ষ্য। বাকিটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে ওয়ানডেতে পাওয়া সুযোগ কাজে লাগাতে চাই। বাকিটা পরে দেখা যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews