জাপান থেকে আসা দুই শিশুর মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফের মধ্যে সমঝোতার জন্য আগামীকাল বুধবার আলোচনায় বসবেন বলে আদালতকে জানিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা। শুনানিতে আইনজীবীদের এমন অভিপ্রায়ের পর মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন।

দুই শিশু এক দিন মায়ের সঙ্গে পরদিন বাবার সঙ্গে—এভাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানের বাসায় থাকবে বলে ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট সিদ্ধান্ত দেন। এ সময়ের মধ্যে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে সেদিন আশা প্রকাশ করেন আদালত। এ বিষয়ে শিশুদের বাবার পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদকে উদ্যোগ নিতে বলা হয়। আর বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ ওই আইনজীবীর সঙ্গে শিশুদের মায়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বসতে সম্মত বলে সেদিন শুনানিতে জানান।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরানের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, ফাওজিয়া করিম ফিরোজ ও মোস্তাফিজুর রহমান খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews