জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং আসছে। আগামী শুক্রবার এই সংগঠনটি আত্মপ্রকাশ করছে।



এ উপলক্ষে মঙ্গলবার দুপুর বারোটায় রাজধানীর বাংলামোটরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি।  

এনসিপির যুগ্ম মুখ্য সমম্বয়ক তারিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।







 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নয়া বন্দোবস্তের প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি পথ চলা শুরু করেছে, যার মূল দর্শন জাতীয় স্বার্থে নাগরিক ঐক্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এই দর্শনকে ধারণ করেই এনসিপি গঠন করতে যাচ্ছে যুব সংগঠন। নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী শুক্রবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মপ্রকাশ অনুষ্ঠানকে সামনে রেখে আগামীকাল, মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত যুব উইংয়ের কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  

এফএইচ/এমএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews