গুগল প্রতি সেকেন্ডে ৯৯ হাজারের বেশি উত্তর (সার্চ-এর জবাব) দেয়। প্রতিদিন এ প্ল্যাটফরমে বিভিন্ন বিষয় সার্চ করা হয় ৮৫০ কোটি বার। যা বছরে প্রায় ২ ট্রিলিয়নেরও বেশি হয়ে থাকে। এই ফলাফল আধুনিক জীবনে গুগলের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্পষ্টভাবেই নির্দেশ করে। বিশ্বজুড়ে ব্যবহারকারীরা গুগলের ওপর কী পরিমাণ- নির্ভরশীল তা জানান দেয়। এক সমীক্ষায় দেখা গেছে যে, একজন ব্যক্তি প্রতিদিন গড়ে অন্তত গুগলে তিন থেকে চারবার সার্চ করে। ৮৪ শতাংশ ব্যবহারকারী প্রতিদিন তিনটি বা তার বেশি অনুসন্ধান করে থাকেন। গুগল তাদের জানায়, একটি সার্চ প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল দেখাতে তারা প্রায় ৩৬ সেকেন্ড সময় নেয়। বহু বছর ধরে সার্চ ইঞ্জিন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে গুগল। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বের ১০ জনের মধ্যে নয়জন গুগল সার্চকে অন্য সার্চ ইঞ্জিনের চেয়ে বেশি ব্যবহার করেন। গুগল কতগুলো সার্চ প্রক্রিয়া করে তা মূলত নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ে ওপর, যেমন- ব্যবহারকারীর সংখ্যা, ইন্টারনেট সংযোগের গতি এবং ব্যবহারকারী কী ধরনের ডিভাইস ব্যবহার করছে।