কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে হ্যাকাথন

বাংলাদেশে পেশাদারদের জন্য এআই হ্যাকাথনে উদ্যোগ নিয়েছে দেশি সফটওয়্যার প্রতিষ্ঠান ভিভাসফট লিমিটেড। প্রযুক্তিবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কয়েকটি উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করবেন।

উদ্যোক্তারা জানান, হ্যাকাথনে জয়ী সেরা সব আইডিয়ার জন্য থাকছে তিন লাখের বেশি নগদ অর্থ পুরস্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন এমন উদ্ভাবক, ডেভেলপার ও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইভেন্টটি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।

ভিভাসফটের সহ-প্রতিষ্ঠাতা শাফকাত আসিফ বলেন, এআই হ্যাকাথন এমন প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের স্কিল ডেভেলপমেন্ট ও তা প্রদর্শন করতে পারবেন। প্রত্যকের জন্য সুযোগ রয়েছে একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার। হ্যাকাথন শুধু প্রতিযোগিতা নয়; বরং এআই প্রযুক্তির সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সম্মিলিত প্রয়াস। বৈশ্বিক জগতে বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা বিপুল। তাই উল্লিখিত ইভেন্টটি উদ্ভাবকদের পরবর্তী ধাপ উন্মোচনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

ইভেন্টটি সব মিলিয়ে তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আইডিয়া জমা দেওয়ার, দ্বিতীয় ধাপে প্রজেক্ট জমা দেওয়ার ও সর্বশেষ ধাপে অন-সাইট হ্যাকাথন। অর্থাৎ, হ্যাকাথনে অংশগ্রহণকারীরা তাদের আইডিয়া উপস্থাপন করবেন, প্রোটোটাইপ প্রদর্শন করবেন ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন।

নিবন্ধন ও হ্যাকাথন বিষয়ে জানতে আগ্রহীরা (https://vivasoftltd.com/hackathon) সাইটে তথ্য পাবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews