ম্যানচেস্টার সিটি তাদের দুর্দশা কাটিয়ে উঠতে পারলো না। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর শনিবার ঘরের মাঠে জয়ে ফেরার মিশনে নেমেছিল তারা। কিন্তু তাদেরকে মৌসুমের প্রথম হারের স্বাদ দেওয়া টটেনহ্যাম হটস্পার আবারও সাফল্য পেলো। অক্টোবরের শেষ ম্যাচে লিগ কাপে ম্যানসিটিকে হারায় স্পাররা, এবার ইংলিশ প্রিমিয়ার লিগে! তাও আবার সিটিজেনদের মাঠে। দুই বছর পর ঘরের মাঠে হার দেখলো ম্যানচেস্টার ক্লাব।
লিগ কাপের শেষ ষোলোতে ঘরের মাঠে ২-১ গোলে পেপ গার্দিওলার দলকে হারায় টটেনহ্যাম। এবার ইতিহাদ স্টেডিয়ামে তারা জিতলো ৪-০ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে ৫২ ম্যাচ ধরে অপরাজিত থাকার পর হার দেখলো সিটি।
প্রথমার্ধে জেমস ম্যাডিসনের জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় টটেনহ্যাম। পেদ্রো পোরোর তৃতীয় গোলে এক ঘণ্টার মধ্যে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। স্টপেজ টাইমে ব্রেনান জনসনের গোল।
প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক হারে শীর্ষস্থান থেকে আরও পেছনে পড়লো ম্যানসিটি। ১২ ম্যাচে তৃতীয় হারে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা্ লিভারপুল এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টে এগিয়ে।
এর আগে সিটিজেনরা ঘরের মাঠে হেরেছিল ২০২২ সালের ১২ নভেম্বর ব্রেন্টফোর্ডের কাছে, সেটাও ছিল লিগ ম্যাচ।