চম্পার আক্ষেপ
এখন চম্পাকে নিয়মিত দেখা যায় না পর্দায়। মাঝেমধ্যে সাক্ষাৎকারে অভিমানভরা এক সত্যি কথা বলতেন তিনি, ‘ভাবলে খারাপ লাগে, আমাদের যথাযথ মূল্যায়ন হয়নি।’ তবু অভিনয়ের প্রতি তাঁর প্রেম অটুট। তিনি এখনো চান ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে। তাঁর বিশ্বাস, ‘একজন শিল্পী হবেন পানি, যে পাত্রে যেখানে রাখা হবে, সেখানকার রং-রূপটাই ধারণ করবেন।’ নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ তাঁর ভালো লাগে। বিশেষ করে বহুরূপী অভিনয়ের উদাহরণ টানতে গিয়ে তিনি উল্লেখ করেন চঞ্চল চৌধুরীর নাম। চঞ্চল চৌধুরী যেভাবে চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন সাজে-চরিত্রে অভিনয় করছেন, সেভাবেই কাজ করতে চান। নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার ব্যাপারে খুব আগ্রহী চম্পা। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুরোনো-নতুনদের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার সফল এই অভিনেত্রী। তাঁর মতে, এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের সিনেমা।