লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। দুই ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার সঙ্গী হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে মাঠে গড়াবে চূড়ান্ত পর্বের খেলা। তার আগেই চুড়ান্ত পর্বে স্থান করে নেয়া দলগুলো ঘোষণা করবে তাদের বিশ্বকাপ স্কোয়াড। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে প্রস্তুতি হিসেবে ছয়টি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়ার পর দল গঠনে তরুনদের পাশাপাশি সিনিয়র খেলোয়াড়দের গুরুত্ব দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিলের জন্য খুশির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। সান্তোসের হয়ে ছন্দে ফিরেছেন এই তারকা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই এ দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ট’ জানিয়েছে, এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল। গ্লোবো স্পোর্ট আরো জানিয়েছে, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল।
২০২২ বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেবার সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ বছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায়। এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই ম্যাচগুলো কোথায় হবে, তা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করছে।
আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী বছর জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের। তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা। তবে কোচিং স্টাফের মতামতের ওপর এ বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্ট। আগামী মাসে বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
লাতিন অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে তিনে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে বাকি দুটি রাউন্ডের ম্যাচ খেলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হবে। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল।