মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।



এ সময় তিনি বলেন, শনিবার ভোরে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৬টা ২০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আরিচা ঘাটে হামিদুর, ধানসিঁড়ি চিত্রা এবং কাজীর হাটে খানজাহান আলী নদীতে নোঙর করে রয়েছে।









কুয়াশার তীব্রতা কমে এলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫

এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews