ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে পেশাদার ছিনতাইকারী, চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো: শাকিল (২৬), মমিনুল (২৬), রাব্বি (১৯), আমান (১৮), আতিক (২৫), সোহেল (২৩), রাইসুল (২২), রাসেল (৩৪), আবদুল করিম (৩১), সোহেল রানা (২৭), বিল্লাল (২৩), রবিউল (২৪) ও জলিল (৪৪)।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (১৪ মে) অভিযানে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, চোর, ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএমআই/জেএইচ