টরন্টোতে কানাডা জার্নালের সাহিত্য উৎসব

কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাঙালি লেখক ও কানাডীয় সাহিত্যিকদের নিয়ে সাহিত্য উৎসব করেছে ‘কানাডা জার্নাল’। গত ২০ জুলাই টরন্টোর স্কারবোরো এলাকার সেন্ট পল ইউনাইটেড চার্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।

কানাডা জার্নালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন অনুষ্ঠানের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণ করা হয়। পরে লেখক সামিনা চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন কানাডা জার্নালের উদ্যোক্তা সুব্রত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন টরন্টো শহরের তিন ইমেরিটাস পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস, এ এফ মরিৎস এবং জর্জ এলিয়ট ক্লার্ক, সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু প্রমুখ।

বিকেলে পোয়েট লরিয়েটদের নিয়ে পর্বটি পরিচালনা করেন অনুবাদক শ্রেয়সী বোস দত্ত। এতে অ্যান মাইকেলসকে নিয়ে কথা বলেন গবেষক সুজিত কুসুম পাল। এ এফ মরিৎসকে নিয়ে কথা বলেন অনুবাদক মম কাজী এবং জর্জ এলিয়ট ক্লার্ককে নিয়ে বলেন লেখক তাসমিনা খান।

কাব্যসাহিত্য পর্বে সভাপ্রধান ছিলেন কবি শেখর ই গোমেজ। যুক্ত হন সাহিত্যিক শাহানা আকতার মহুয়া, কবি কাজী হেলাল, চিত্রশিল্পী রাকীব হাসান ও কবি সুলতানা শিরীন সাজি।

আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কানাডার প্রথম চব্বিশ ঘণ্টার টেলিভিশন চ্যানেল এনআরবি এবং সাপ্তাহিক বাংলা মেইল। উৎসবকে কেন্দ্র করে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে বাংলামেইল। কানাডার ২৭টি বিষয় নিয়ে দেশটিতে থাকা ২৭ লেখকের প্রবন্ধ ছাপা হয়েছে এই সংখ্যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews