ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে পরস্পরের বিপক্ষে ড্র করেছে পুলিশ এফসি ও ঢাকা আবাহনী লিমিটেড। তাদের এই ড্রতে স্বস্তির হাসি এখন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আগের দিন লিগে ফর্টিস এফসির বিপক্ষে মোহামেডানের ড্রতে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুযোগ তৈরি হয়েছিল আবাহনীর জন্য। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ঢাকার আকাশী-হলুদরা। গতকাল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নিজেদের ১৪তম ম্যাচে দশজনের আবাহনী গোলশূন্য ড্র করে পুলিশ এফসির সঙ্গে। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে লাল কার্ড দেখা শাহিনকে আবাহনী এই ম্যাচে খেলাতে পারেনি। কাল আবাহনীর আরেক খেলোয়াড় পাপন সিং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আবাহনীর এই ড্রতে সুবিধা হয়েছে মোহামেডানের। ১৪ ম্যাচ শেষে তালিকার শীর্ষে থাকা মোহামেডানের (৩৫) সঙ্গে এখন আবাহনীর (২৮) পার্থক্য দাঁড়িয়েছে সাত পয়েন্ট। তিনে থাকা বসুন্ধরার সঙ্গে মোহামেডানের পার্থক্য ১০ পয়েন্টের। বিপিএলের দ্বিতীয় লেগের তিন বড় ম্যাচ মোহামেডান-বসুন্ধরা কিংস, মোহামেডান-আবাহনী এবং আবাহনী-বসুন্ধরা কিংসের খেলা শেষ হওয়ার পরই লিগ শিরোপা জয়ের সম্ভাবনায় অনেকটা এগিয়ে যায় সাদাকালোরা। চার ম্যাচ হাতে থাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। আর দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রথম লেগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারালেও কাল দ্বিতীয় লেগের ম্যাচে গোলই আদায় করতে পারেনি ঢাকা আবাহনী। লিগ শিরোপা জিততে মোহামেডানের বাকি চার ম্যাচ থেকে দরকার ৬ পয়েন্ট। আবাহনী পয়েন্ট হারালে লক্ষ্য আরো সহজ হয়ে যাবে আলফাজ আহমেদের দলের। আবাহনী বাকি ম্যাচগুলো জিতলেও লাভ হবে না যদি মোহামেডান চার ম্যাচের দু’টি জিতে যায়। কাগজ-কলমে বসুন্ধরা কিংস শিরোপার লড়াই থেকে ছিটকে না গেলেও বাস্তবে তাদের ফিরে আসা কঠিন। তাদের সম্ভাবনা শূন্য হয়ে যাবে মোহামেডান এক ম্যাচ জিতলেই।
এদিকে কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে দেয় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বিজয়ী দলের হয়ে ইরফান ও মোশারফ শান্ত একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে এক গোল শোধ দেন রাজন হাওলাদার। ফকিরেরপুলের এই জয়ে অবনমন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩। লিগের বাকি চার ম্যাচ জিতলেও তাদের পক্ষে অষ্টম স্থানে থাকা ফকিরেরপুলের ১৬ পয়েন্ট অতিক্রম করা সম্ভব হবে না। চট্টগ্রাম আবাহনীর অবনমন প্রথম লেগের পরই অনুমেয় ছিল। কাল ফকিরেরপুলের জয়ের পর কাগজে-কলমেও নিশ্চিত হলো বিষয়টি। তবে এই জয়ে খানিকটা সুবিধাজনক স্থানে থাকলেও এখনো অবনমনের শঙ্কা কাটেনি ফকিরেরপুলের। কারণ ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফকিরেরপুলের পেছনেই আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ।