নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হওয়া ১২টি দলের কার্যালয় বাণিজ্যিক ভবনে। দলগুলো হচ্ছে ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম) এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।
বাকি ৪টি দলের মধ্যে মৌলিক বাংলা দল সাভারের যে ঠিকানা উল্লেখ করেছে, সেখানে গিয়ে দেখা যায়, আধা পাকা একটি কক্ষ। এই কক্ষেই দলের কার্যক্রম চলছে। কার্যালয়ের পাশে একটি বাড়ি, একটু দূরে রিকশার গ্যারেজ ও মুদিদোকান। আর বাকি ২টি দল হলো বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) ও জাতীয় জনতা পার্টি। রাজধানীর ওয়ারীর যে ভবনে জাতীয় জনতা পার্টির কার্যালয়, সেটি তাদের নিজস্ব বলে জানিয়েছেন দলটির নেতারা।