বদরুল আমিন বলেন, তাঁর বাবা নূরুল আমিনের প্রায় ১৩০ একর জমি সাবেক আইজিপি ও আওয়ামী লীগের সংসদ সদস্য নূর মোহাম্মদ ক্ষমতায় থাকার সময় প্রভাব খাটিয়ে দখলে নেন। নূর মোহাম্মদের ভাগিনা মুন ও শাওনের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ২০০৮ সালে জমিটি জোর করে দখলে নেয়। তাদের সাহায্য করেছে পুলিশ বাহিনী। অথচ জমির মালিকানার কোনো প্রমাণাদি তাঁর (নূর মোহাম্মদ) কাছে নেই। পরে জমিটি উদ্ধারে নূরুল আমিন বিভিন্ন পদক্ষেপ নিলে নূর মোহাম্মদ প্রভাব খাটান এবং প্রাণনাশের হুমকি দেন।
নূর মোহাম্মদ তাঁর বাবাকে লালমাটিয়ার ভাড়া বাসা থেকে একাধিকবার তুলে নিয়ে ভয়ভীতি দেখান এবং শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে দাবি করেন বদরুল আমিন। তিনি বলেন, ‘এই নির্যাতন ও হুমকির মাত্রা এমন ছিল যে জীবন রক্ষার্থে আমার বাবাকে একপর্যায়ে ভারতে চলে যেতে বাধ্য করা হয়। এমন ঘটনা অন্তত চারবার ঘটেছে। দেশে ফিরলেই তাঁর ওপর অত্যাচারের মাত্রা বাড়ত। ফলে ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ২০১১ সালে নূর মোহাম্মদ আইজিপির পদ থেকে অবসরে গেলে তাঁর বাবা আবার দেশে ফিরে আসেন।