বিশ্বব্যাপী ইন্টারনেট ব্রাউজারের শীর্ষ তালিকায় ক্রোম ব্রাউজার প্রথম স্থানে থাকলেও, বছরজুড়ে এটি ব্যবহারকারীদের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে। নিরাপত্তা ত্রুটি থেকে শুরু করে কারিগরি সমস্যাগুলো সমাধানের জন্য গুগল নিয়মিত হালনাগাদ প্রকাশ করে। তবে সম্প্রতি ক্রোমের নতুন আপডেট ইনস্টল করার পর অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, বিভিন্ন ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা সঠিকভাবে কাজ করছে না।

নতুন আপডেটের পর কিছু ওয়েবসাইটে টেক্সট নির্বাচন করা গেলেও সেটি নির্দিষ্ট রঙে হাইলাইট হিসেবে দেখা যাচ্ছে না। এমনকি অনেক ক্ষেত্রে কপি-পেস্ট সুবিধাও ব্যাহত হচ্ছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, মাঝে মাঝে কপি-পেস্ট করা গেলেও পুরো প্রক্রিয়া ঝামেলাপূর্ণ হয়ে উঠেছে। তবে গুগল এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, যা ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।  

বিশেষজ্ঞদের ধারণা, ক্রোমের নতুন আপডেটে টেক্সট সিলেকশন স্টাইল পরিবর্তনের কারণে ওপেন সোর্সভিত্তিক সিএসএস ফ্রেমওয়ার্ক টেইলওয়াইন্ড সিএসএসের সঙ্গে সামঞ্জস্যহীনতা তৈরি হয়েছে। এটি বিভিন্ন ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সমস্যার মূল কারণ হতে পারে।  

টেইলওয়াইন্ড সিএসএসের প্রতিষ্ঠাতা অ্যাডাম ওয়াথান একটি খুদে ব্লগ প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই সমস্যার সমাধানে ওয়েব ডেভেলপারদের কিছু সময় দিতে হবে। তিনি আরও জানিয়েছেন, ওয়েবসাইটে হালনাগাদ কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে এবং এর জন্য সুনির্দিষ্ট কিছু কৌশল প্রয়োগ করা প্রয়োজন।

গুগল কিংবা টেইলওয়াইন্ড সিএসএসের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধান না হওয়ায় ভোগান্তিতে রয়েছেন ব্যবহারকারীরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের উচিত ব্যবহারকারীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। একই সঙ্গে ওয়েব ডেভেলপারদের এ ধরনের পরিবর্তনের সঙ্গে দ্রুত সামঞ্জস্য আনতে প্রস্তুত থাকতে হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews