ভুল লেখা এবং উচ্চারণে বিরক্ত হয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করেছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নাম পরিবর্তনের ঘটনাটি বেশ মজার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। ভিডিওর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
৩৩ বর্ষী বাটলার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিওতে বলেছেন, ‘হাই, আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ (Jos) বাটলার। কিন্তু আমার পুরো জীবনে, আমাকে ভুল নামে ডাকা হয়েছে, সেটা পথচারী থেকে শুরু করে জন্মদিনের কার্ডে আমার মা পর্যন্ত একই কাজ করেছেন।’
বাটলারের মা জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘প্রিয় জশ, (Josh) তোমার বয়স হচ্ছে। মা তোমাকে অনেক ভালোবাসে।’
১৩ বছর ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার পর বাটলার এ সমস্যার সমাধান করার চেষ্টা থেকে লিখেছেন, ‘সুতরাং, ১৩ বছর দেশকে প্রতিনিধিত্ব করার পর এবং দুটো বিশ্বকাপ জেতার পর আমি ঠিক করেছি এ সমস্যার সমাধান করব। একেবারে সমস্যার সমাধান করতে, আনুষ্ঠানিকভাবে আমি এখন জশ (Josh) বাটলার।’