জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আনতে শ্রমিক-কৃষক-ছাত্র শ্রেণি-পেশার জনগণের সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠন ছাড়া জনগণের হাতে ক্ষমতা আসতে পারে না। ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সর্বত্র সংগঠন গড়ে তুলতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় তোপখানা রোডে জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সংগঠনের বদরুদ্দীন উমরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অধিবেশনে জাতীয় মুক্তি কাউন্সিল থেকে ইউপিডিএফ নিজেদের প্রত্যাহার করে যে পত্র প্রদান করেছে সে প্রসঙ্গে আলোচনা হয়।
জাতীয় অধিবেশনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সারাদেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাংগঠনিক অবস্থা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, সজীব রায়, ভুলন ভৌমিক, কাজী ইকবাল, ডা. আবদুল হাকিম, মজিবর রহমান, মুঈনুদ্দীন আহমেদ, আমীর আব্বাস, মিতু সরকার, নাজমুল আলম সোহাগ প্রমুখ।