রাকুলকে চমক দেওয়ার জন্য জ্যাকি এক বিশেষ গানের ব্যবস্থা করেছিলেন। ‘বিন তেরে’ শীর্ষক এই গানের মাধ্যমে জ্যাকি আর রাকুলের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছিল। ময়ূর পুরির লেখা এবং তনিস্ক বাগচির সুর দেওয়া এই প্রেমের গানজুড়ে ছিল রাকুলের প্রতি জ্যাকির ভালোবাসা আর আবেগ। তাই ‘বিন তেরে’ গানটি ছিল এই রাতের মুখ্য আকর্ষণ। বিয়ের পর সিং এবং ভগনানি পরিবারের পক্ষ থেকে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। আগামীকাল; অর্থাৎ বৃহস্পতিবার বিটাউনের এই নবদম্পতি মুম্বাইয়ের উদ্দেশে পাড়ি জমাবেন।