টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে উইকেট নিয়েছেন ২৪৬টি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তিনজন বোলার ২০০-এর ওপর উইকেট নিয়েছেন। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম গল টেস্ট খেলছেন। তার উইকেট সংখ্যা এখন পর্যন্ত ৫৪ টেস্টে ২২৮টি। মেহেদি হাসান মিরাজের উইকেট ৫৩ টেস্টে ২০৫টি। দেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews