টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে হাতে চাঁদ পাওয়ার মতো সুযোগ লুফে নিলেও বহুমুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ স্কটল্যান্ড। তাদের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এদিকে নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে তাদের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। উলটো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে।
নতুন খবর, বিশ্বকাপের আগে বিপাকে পড়েছে ভারত। সেদেশের গণমাধ্যমের খবর, পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীও রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
সংক্রমণের শিকার হয়েছেন যারা, তাদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করেছে।
বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভারতে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ চারটি গ্রুপ ম্যাচের তিনটি খেলত। এখন খেলবে স্কটল্যান্ড।