মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে এক উৎসবমুখর নির্বাচনি প্রচারণা মাত্র কয়েক মিনিটের মধ্যে সন্ত্রাসীরা এক মেয়র প্রার্থীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় রোববার (১২ মে) রাতে টেক্সিস্টেপেক শহরে মেয়র প্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেজসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর সিএনএনের।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণার লাইভ ভিডিও চলছিল। ভিডিওতে দেখা যায়, মেয়র প্রার্থী লারা তার সমর্থকদের নিয়ে রাস্তায় পদযাত্রা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

এরপর হঠাৎ ক্যামেরার বাইরে থেকে গুলির আওয়াজ আসে, ভিডিওতে প্রায় ২০টি গুলির শব্দ শোনা যায়। প্রচারনার সময় নিজের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ছিলেন ঐ ইয়েসেনিয়া। ফলে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ফেইসবুক লাইভে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সোমবার (১২ মে) এক প্রেস ব্রিফিংয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই হামলার পেছনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য আমাদের জানা নেই। আমরা ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং প্রয়োজনে ফেডারেল সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

এ ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো মেক্সিকোতে নির্বাচনি সহিংসতা বাড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা মেক্সিকো সরকারকে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews