সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে লাখো নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালি করেছে বিএনপি। র‌্যালি সফল করায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‌ 

জানা গেছে, একই ধরনের চিঠি দিয়েছে র‌্যালিতে অংশ নেওয়া সব মহানগর ও জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় নেতাদের। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়। 

এতে বলা হয়, ‘শুভেচ্ছা রইল। ৮ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি একটি বিশাল র‍্যালিতে করে। এই বিশাল র‍্যালিটিকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের ভূমিকা উল্লেখযোগ্য। র‍্যালিটিকে সার্বিকভাবে সার্থক করার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews