বয়স ৭৪, তবে স্টারডমে এখনও আগের মতোই অপ্রতিরোধ্য রজনীকান্ত। দক্ষিণের সুপারস্টার ফের ঝড় তুললেন নতুন সিনেমা ‘কুলি’র ট্রেলারে। নির্মাতা লোকেশ কঙ্গরাজের পরিচালনায় এই ছবির ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উত্তেজনার ঝড়। অনুরাগীরা বলছেন ‘রজনীকান্ত এখনো ফুরিয়ে যাননি।’

গতকাল (২ আগস্ট) রাতে প্রকাশিত হয়েছে ‘কুলি’র ৩ মিনিট ২ সেকেন্ড দীর্ঘ ট্রেলার। অ্যাকশন, থ্রিল এবং তারকাবহুল উপস্থিতির মিশেলে নির্মিত এই ট্রেলার শুরু হয় একটি মনোলগ দিয়ে: 'কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।'

এই এক লাইনেই তৈরি হয় রহস্য ও উত্তেজনার আবহ।

ছবির গল্প এগিয়েছে স্বর্ণ পাচারের প্রেক্ষাপটে। ট্রেলারে দেখা যায়, এক ব্যক্তি ১৪ হাজার কুলির ভিড়ে খুঁজছে একজন নির্দিষ্ট কুলিকে। আর তখনই স্ক্রিনজুড়ে বাজতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আবির্ভূত হন রজনীকান্ত। এক সময়ের ভয়ংকর স্বর্ণ পাচারকারী, যিনি হারানো গৌরব ফিরে পেতে তৈরি ভয়ংকর প্রত্যাবর্তনের জন্য।

ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মেলে বলিউড সুপারস্টার আমির খানের। একঝলকে নজরে আসেন দক্ষিণী দুই তারকা নাগার্জুনা ও সত্যরাজও। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।

রজনীকান্ত ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। এক্স (সাবেক টুইটার)-এ একজন লিখেছেন,'রজনীকান্ত বোঝালেন, তিনিই এখনো রাজা! এই বয়সেও এমন স্ক্রিন প্রেজেন্স!'

আরেকজন বলছেন, 'লোকেশ ও রজনীকান্ত এই জুটি মানেই বিস্ফোরণ। ট্রেলার সেটারই ইঙ্গিত দিল।'

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের ৫ জুলাই, শেষ হয়েছে ২০২৪ সালের ১৭ মার্চ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews