ডিজিটাল বিনোদনের অঙ্গনে যুক্ত হলো নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজসচেতনতা ও শিশুতোষ কনটেন্টের পাশাপাশি বাংলার লোকজ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি। এই নতুন পথচলাকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের।



সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান ‘জীবনের শেষ গান’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।



উদ্বোধনী বক্তব্যে দোয়েলের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের পাশাপাশি শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়াই দোয়েলের মূল লক্ষ্য। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরতে চায় এই ওটিটি প্ল্যাটফর্ম।



অনুষ্ঠানে দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু প্ল্যাটফর্মটির যাত্রাপথ, কনটেন্টের ধরন ও দর্শন তুলে ধরেন। এরপর দর্শকদের মুগ্ধ করেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ তার মনোমুগ্ধকর ম্যাজিক শো দিয়ে। পাশাপাশি শিশুশিল্পীদের দলীয় পরিবেশনায় পুরো মিলনায়তনে তৈরি হয় নান্দনিক ও প্রাণবন্ত আবহ।



দোয়েলের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে নতুন এই ওটিটিকে শুভেচ্ছা জানান ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তী সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জিএম নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও শাকুর মজিদসহ সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের বহু গুণীজন।



সবশেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দোয়েলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews