আগামী দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত দীর্ঘমেয়াদে টেকসই হতে শুরু করবে এবং তা দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর বিনিয়োগে যে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সুষ্ঠু নীতিমালার অভাবে হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে আইটি ও টেলিকম খাত একটি সাস্টেইনেবল (টেকসই) ইন্ডাস্ট্রি হবে এবং তা দৃশ্যমান হবে বলে আশা করছি।

দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত দীর্ঘমেয়াদে টেকসই হবে

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘টেলিকম ইকো-সিস্টেমের পর্যালোচনা প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, সক্ষমতা না থাকলেও এতদিন পছন্দের মানুষ, পছন্দের প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে বিটিআরসিকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে দেশে টেলিকম সেবার মান এগোচ্ছে না। এসব বিষয়গুলো চিহ্নিত করে খুব দ্রুত পর্যালোচনা করা হবে।

এএএইচ/এমকেআর/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews