বরিশালের মুলাদী উপজেলা থেকে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার বড় পাতারচর এলাকার কচুরিপানা ভর্তি একটি ডোবা থেকে ওই প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়। মুলাদী থানার ওসি জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মানসিক প্রতিবন্ধী ওই যুবক হলেব মো. রুবেল হাওলাদার (৩২)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের বাসিন্দা হোসেন হাওলাদারের ছেলে। 

রুবেলের স্বজন ইসমাইল হাওলাদার বলেন, ঈদের দিন কালকিনি উপজেলার কয়রিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে রুবেল। বিকেলে কয়রিয়া ময়দানের হাটে যায়। এরপর থেকে তার কোনও সন্ধান ছিলো না। তার সন্ধানে মাইকিংসহ এলাকায় পোস্টারিং করা হয়। বুধবার সন্ধ্যার পর মুলাদী উপজেলার পাতারচর এলাকায় একটি কচুরিপনা ভর্তি ডোবার মধ্যে তার লাশ পাওয়া যায়ু। 

ইসমাইল বলেন, রুবেলে সাথে এক হাজার দুইশ টাকা ও পড়নে একটি শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিলো। ডোবার মধ্যে শুধু প্যান্ট পড়া অবস্থায় তাকে পাওয়া গেছে। 

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, ঈদের দিন পান কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যান মানসিক প্রতিবন্ধী রুবেল। পাতারচর এলাকার একটি ডোবায় তার লাশ পাওয়া গেছে। শরীরে কোনও আঘাতের চিহৃ নেই। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো পা পিছলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরিবারের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews