ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার একশটি পয়েন্ট ও চট্টগ্রামে এ কার্যক্রম চলবে। আমদানি করা পেঁয়াজের দাম ভোক্তা পর্যায়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে টিসিবি। বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে ১ হাজার ৬শ ৫০ টন পেঁয়াজ এসেছে। বাকিগুলোও চলে আসবে।