ঢাকা: সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিলেন ১৪ নেতারা। এ সময় তারা হাসপাতালে ভর্তি থাকা পুরাতন ভবনের নিচতলায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন রোগীর খোঁজখবর নিয়েছেন ও তাদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা হাসপাতালে জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা আহত রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে বের হয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে দল মত নির্বিশেষে আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এজেডএস/এফআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews