পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রোমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৬ এপ্রিল) সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় ১৫ মিনিটের এ বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বলে বর্ণনা করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাদানুবাদ হওয়ার পর থেকে ভ্যাটিকানেই প্রথম সাক্ষাৎ হল এই দুই নেতার।

ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের ধর্মীয় আনুষ্ঠানিকতায় ট্রাম্প ও জেলেনস্কির পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, যুবরাজ উইলিয়াম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাসহ অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

শুক্রবার ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন ‘একটি চুক্তির খুব কাছাকাছি’ পৌঁছে গেছে। মস্কোতে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ মন্তব্য করেন। এর একদিন পর জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য চলতি বছর চতুর্থবারের মতো রাশিয়ায় গেলেন মার্কিন দূত উইটকফ। শুক্রবার পুতিনের সঙ্গে তিন ঘণ্টা ধরে কথা বলেছেন তিনি। পুতিনের সহযোগী ইউরি উশাকোভ এ বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন।

উশাকভ আরও বলেন, এটি শুধু ‘ইউক্রেন বিষয়ে নয় বরং অন্যান্য আন্তর্জাতিক বিষয়েও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কাছাকাছি এনেছে, বিশেষ করে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং বলেন, শনিবার ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার ব্যক্তিগত বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত পরে জানানো হবে।

যুদ্ধ শেষ করতে মস্কোর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে কিছু অঞ্চল ছেড়ে দিতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। এসব অঞ্চলের মধ্যে ক্রিমিয়া উপদ্বীপও আছে। তবে কিছু ভূখণ্ড ছেড়ে শান্তি আলোচনায় রাজি হওয়ার এ প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews