চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে সরকারি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেলো পাঁচটি বিষ্ণমূর্তি। উপজেলা প্রশাসন বিষ্ণমূর্তি গুলো উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করেছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নে রাণীদিঘি এলাকায় বাঁশ পুকুর খনন করার সময় বিষ্ণমূর্তিগুলোর সন্ধান পাওয়া যায়।  

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান. উপজেলার কসবা ইউনিয়নের রাণীদিঘি বাঁশ পুকুর বিএমডিএ কর্তৃক সরকারি এ পুকুর খনন করার সময় এক এক করে পাঁচটি বিষ্ণমূর্তির দেখা মিলে। পরে পুকুর খননকারী শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে ঘটনাস্থলে পাঠান। আমি সেখানে উপস্থিত হয়ে মূর্তিগুলো উদ্ধার করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি।

স্থানীয়রা জানান, উদ্ধার করা পাঁচটি কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটির উপরে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews