কয়েক বছর ধরেই শুনে আসছি এবং বলাবলি করছি, দেশে গণতান্ত্রিক, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সর্বনাশ হয়ে গেছে। সম্প্রতি এক সেমিনারে সিভিল সোসাইটির প্রতিনিধিরা সে উদ্বেগের কথা প্রকাশ করেছেন সমবেত কণ্ঠে।

প্রতিনিধিরা বলেছেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে এতটাই অকার্যকর করে দেওয়া হয়েছে যে, দেশে কোনো দিন পরিবর্তন এলে এগুলো ঠিকঠাক করার কাজ ৫৩ বছরেও শেষ করা যাবে না।

এই নৈরাশ্যজনক মন্তব্য বাস্তবতার প্রতিফলন। তবে এর উল্টো দিকও আছে। অকার্যকর বা ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো আবার গড়ে তুলতে ৫৩ মাসের বেশি লাগলে মেরামতের কাজটিই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

আর ৫৩ বছরেও শেষ হলে সমসাময়িক প্রজন্মের কয়জনই বা থাকবে সেই দায়িত্ব পালনের জন্য?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews