ফের হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  আগামী সোমবার (৭ এপ্রিল) বৈঠকটি হওয়ার কথা আছে।  খবর আলজাজিরার। 

বৈঠকে গাজা পরিস্থিতিসহ তেল আবিবের ওপর আরোপ করা শুল্ক, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম।

গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন মসনদে বসার পরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি অন্যান্য সব দেশের মত ইসরাইলের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এবার প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নেতানিয়াহু।

ইসরাইলি ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইসরাইল জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার (৭ এপিল) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

 দুই নেতার বৈঠকে শুল্ক আলোচনার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন ইসরাইলি কর্মকর্তা। এ বৈঠকে গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অস্ত্র সরবরাহের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তারা।

 নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলমান। যদিও যুক্তরাষ্ট্র আদালতটির সদস্য নয়, তবে যুদ্ধবিরোধীরা আশা করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করবেন যুদ্ধ থামানোর জন্য।

 এরমধ্যেই গেল একদিনে ইসরাইলের হামলায় গাজায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয় সময় শনিবার তেল আবিব ইসরাইলি কোম্পানি মেকোরোটের পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, এতে গাজার মোট পানি সরবরাহের ৭০ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews